logo ২২ এপ্রিল ২০২৫
প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪৩:৫২
image



ঢাকা: প্রশাসনে এক উপসচিবকে পদায়ন এবং তিন সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।






আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব কাজী আবেদ হোসেনকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।






সচিবালয় অধিশাখায় ন্যস্ত সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আবদুল হাই মিলটনকে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের একান্ত সচিব করা হয়েছে।






চাদঁপুর জেলার  অতিরিক্ত জেলা প্রশাসক আমীর আব্দুল্লাহ মোহা. মনজুরুল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল হাইকে চাদঁপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক করা হয়েছে।






ঢাকাটাইমস/২৫ফেব্রুয়ারি/এইচআর/এআর /ঘ)