৪ সিনিয়র সহকারী সচিব ও প্রেষণে ৩ কর্মকর্তাকে বদলি
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ২১:১৯:৫২

ঢাকা: প্রশাসনে প্রেষণে থাকা তিন কর্মকর্তাকে প্রত্যাহার এবং চার সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হযেছে।
প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন-গাজীপুর সিটি কর্পোরেশনের তত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নুল আবেদীনকে প্রত্যাহার করে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
এছাড়া বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন “সাপোর্ট টু এলিভেটেড এক্সপ্রেসওয়ে শীর্ষক প্রকল্পের সহকারী প্রকৌশলী পদে প্রেষণে কর্মরত মো. শফিকুল আহসানকে প্রত্যাহার করে তার চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হযেছে।
রিচিং আউট অব স্কুল চিলড্রেন(রস্ক)ফেইজ-২ প্রকল্প পরিচালক পদে কর্মরত সহকারী অধ্যাপক বেগম সানজিনা তাসসিন খান চৌধুরীকে প্রত্যাহার করে তার চাকরি শিক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
এছাড়া সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আনোয়ার পাশাকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে,
সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব মোছা: মোর্শেদা ফেরদৌসকে মন্ত্রিপরিষদ বিভাগে,
সচিবালয় শাখার সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌসকে অর্থ মন্ত্রণালয়ে এবং
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব শাহরিয়ার আল কবীর সিদ্দিকীকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এইচআর/এআর/ঘ.)