প্রশাসনে রদবদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৫৪:০০

ঢাকা: খুলনা সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম জহুরুল আলমকে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি করা হয়েছে।আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এছাড়া ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শেখ মোহাম্মদ হুমায়ুন কবিরকে গাজীপুর সিটি করপোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে।
সচিবালয় অধিশাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব দুলাল চন্দ্র সূত্রধরকে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব পদে দেয়া হয়েছে।
সচিবালয় অধিশাখায় ন্যস্ত থাকা সিনিয়র সহকারী সচিব মো. শরিফুল ইসলামকে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব পদে বদলি করা হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মোয়াজ্জেম আহমেদকে সিলেট জালালাবাদ সেনানিবাস ক্যান্টনমেন্ট বোর্ডের এক্সিকিউটিভ অফিসার পদে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
খাদ্য মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব মো. নজরুল ইসলামকে বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়াম্যানের একান্ত সচিব করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এইচআর/জেবি)