চার এডিসি ও ছয় ইউএনও বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৫৪:৩৮

ঢাকা: প্রশাসনে চার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) এবং ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।
আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
চার এডিসির মধ্যে সিলেট সিটি করপোরেশনের সচিব বেগম সাবেরা আখতারকে সুনামগঞ্জ, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরীকে গাজীপুর, প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্কস অদিধপ্তরের সহকারী রেজিস্ট্রার মো. সারওয়ার হোসেনকে নেত্রকোনা এবং গাজীপুরের এডিসি এস এম মোস্তফা কামালকে সাতক্ষীরায় বদলি করা হয়েছে।
এছাড়া ছয় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে।
ইউএনও হিসেবে বদলির জন্য বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত মোহাম্মদ মুতাসিমুল ইসলামকে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে, বিসিএস একাডেমীর উপপরিচালক মো. সালাহ উদ্দিনকে ইউএনও হিসেবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।
কক্সবাজারের জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার এ বি এম এহসানুল মামুনকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে এবং চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ কামরুজ্জামানকে বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে ইউএনও হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত বেগম জেসমীন আক্তার এবং মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মুহাম্মদ শহিদ উল্লাহকে ইউএনও হিসেবে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবালয় শাখায় ন্যস্ত করা হযেছে।
(ঢাকাটাইমস/১৭ ফেব্রুয়ারি/এইচআর/এমআর)