প্রশাসনে বদলি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:৪২:৫৫
ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব শামীম আল মামুনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
এছাড়া পৃথক আদেশে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বদরুদ্দোজাকে আশ্রয়ণ-২ প্রকল্পের সহকারী প্রকৌশলী, সিলেট বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুল হককে সিনিয়র সহকারী সচিব হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগে পদায়নের জন্য ন্যস্ত করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম আজমকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক, প্রধান তথ্য কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আলমগীর হোসেনকে বিনিয়োগ বোর্ডের উপ-পরিচালক, রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার দুলাল চন্দ্র সুত্রধরকে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সহকারী পরিচালক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আবু বকর সিদ্দিককে বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের উপ-পরিচালক করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৫ফেব্রুয়ারি/এমএম)