logo ২৩ এপ্রিল ২০২৫
ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের যাত্রা, দায়িত্বে মনিরুল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:১৫:৩৭
image



ঢাকা: ঢাকা মহানগর পুলিশের সদ্য গঠিত ইউনিট কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের যাত্রা শুরু হয়েছে। এই ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম। সম্প্রতি যুগ্ম পুলিশ কমিশনার পদ থেকে পদোন্নতি পেয়ে মনিরুল ইসলাম অতিরিক্ত পুলিশ কমিশনার হয়েছেন।






নতুন এই ইউনিট সম্পর্কে মনিরুল ইসলাম বলেন, এই ইউনিটে ছয় শতাধিক জনবল কাজ করবে। এখানে একজন ডিআইজি, একজন অতিরিক্ত ডিআইজি, একজন উপ-কমিশনার, চারজন অতিরিক্ত উপ-কমিশনার, ১০ জন সহকারী কমিশনার, ২০ জন পরিদর্শক ও ৪০ জন অন্যান্য অফিসার ও ফোর্সের সমন্বয়ে ইউনিটটি কাজ করবে।






তিনি আরও বলেন, চারটি বিভাগে বিভক্ত হয়ে কাজ করবে এ ইউনিট। বিভাগগুলো হলো-কাউন্টার টেরোরিজম বিভাগ, সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ, ক্রাইমসিন ম্যানেজমেন্ট বিভাগ ও ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ।






মনিরুল ইসলাম বলেন, সন্ত্রাসবাদ, সন্ত্রাবাদে অর্থায়ন, সন্ত্রাসবাদে সহায়ক অপরাধগুলো প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা এ ইউনিটের মূল উদ্দেশ্য। ইন্টেলিজেন্স কালেকশন, অপারেশন পরিচালনা, মামলা রুজু, মামলা তদন্ত এবং তদন্তত্তোর সন্ত্রাসীদের পর্যবেক্ষণে রাখার ওপর সবিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এ ইউনিটের কার্যক্রমে।






(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এএ/জেবি)