কৃষি মন্ত্রণালয়ের সচিব হলেন আনোয়ার ফারুক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৫৬:২৬
ঢাকা:কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হয়েছেন একই মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আনোয়ার ফারুক।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আনোয়ার ফারুক প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা। তিনি একই মন্ত্রণালয়ের বীজ উইংয়ের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন।
তিনি কৃষি মন্ত্রণালয়ের সচিব শ্যামল কান্তি ঘোষের স্থলাভিষিক্ত হলেন। শ্যামল কান্তি অবসরে যাচ্ছেন আগামী ১৯ ফেব্রুয়ারি।
(ঢাকাটাইমস/১৬ফেব্রুয়ারি/এইচআর/এমআর)