সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়া ফেরত
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ ফেব্রুয়ারি, ২০১৬ ২০:৪৩:৪২

ঢাকা: বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডেন্টাল সার্জনের ৪৮টি পদ সৃজন; উদ্ভিদজাত ও কৃষক অধিকার সংরক্ষণ আইন, ২০১৬-এর খসড়াসহ ১৪টি প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব সভা। তবে সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়া প্রস্তাব অনুমোদন দেয়া হয়নি।
আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ-সচিব মোহাম্মদ শফিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সচিব সভায় এসব প্রস্তাব অনুমোদন দেয়া হয।
আজকের সভার আলোচ্য মোট ১৭টি প্রস্তাবের মধ্যে ১৪টি অনুমোদন দেয়া হয়, আর ফেরত পাঠানো হয় তিনিটি।
সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালার খসড়া, কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন, ২০১৬-এর খসড়া এবং মন্ত্রণালয়/বিভাগে সংযুক্ত অধিদপ্ত, পরিদপ্তর ও দপ্তর এবং সংবিধিবদ্ধ সংস্থা ও করপোরেশনের কমন পদের নিয়োগ বিধিমালার খসড়া যাচাই-বাচাইয়ের জন্য ফেরত দেয়া হয়।
যে প্রস্তাব অনুমোদন দেয়া হযেছে সেগুলোর মধ্যে রয়েছে, বাংলাদেশ নৌবাহিনীর প্যাট্রোল ক্রাফট মিসাইল জাহাজ এবং ২৬তম প্যাট্রোল ক্রাফট মিসাইল স্কোয়াড্রনের সাংগঠনিক কাঠামো গঠন, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) সাংগঠনিক কাঠামো পুনর্গঠন দেয়া হয়েছে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডেন্টাল সার্জনের ৪৮টি পদ সৃজন, উদ্ভিদজাত ও কৃষক অধিকার সংরক্ষণ আইন, ২০১৬-এর খসড়া; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাধ্যমিক শিক্ষা খাত মানোন্নয়ন প্রকল্পে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের রাজস্ব বাজেটের স্থানান্তরিত পদে নিয়মিতকরণ ও জ্যেষ্ঠতা নির্ধারণ (বিশেষ বিধান) বিধিমালা ২০১৬ প্রণয়ন প্রভৃতি।
(ঢাকাটাইমস/১৬ ফেব্রুয়ারি/এইচআর/মোআ)