logo ২৩ এপ্রিল ২০২৫
উপসচিব হলেন আলতাফ হোসেন শেখ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:৪৬:৩৮
image



ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলতাফ হোসেন শেখকে উপসচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন কর্মকর্তার দায়িত্ব রদবদল হয়েছে।






বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






প্রজ্ঞাপনে বলা হযেছে, আলতাফ হোসেন শেখকে গত বছরের জুন মাস থেকে উপসচিব পদে ধারণাগত জ্যেষ্ঠতা দেয়া হয়েছে। ধারণাগত জ্যেষ্ঠতা শুধু চাকরির ধারাবাহিকতা, জ্যেষ্ঠতা ও বেতন নির্ধারণের ক্ষেত্রে গণনা করা হবে। তবে উপসচিব পদে প্রকৃত যোগদানের তারিখের আগের বকেয়া কোনো আর্থিক সুবিধা তিনি পাবেন না।






প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক পদে প্রেষণে কর্মরত বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের কর্মকর্তা মো. নুরুল ইসলামকে প্রত্যাহার করে তার চাকরি মাতৃস্থংস্থা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।






সড়ক ও জনপথ অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা পদে প্রেষণে কর্মরত কে এম শফিকুল আলমকে অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) গমন এবং বিধি মোতাবেক অবসর ভাতা প্রাপ্তির সুবিধার্থে বর্তমান প্রেষণ পদ থেকে প্রত্যাহার করে নিজ কর্মস্থল মহাহিসাব নিরীক্ষণ ও নিয়ন্ত্রকের কার্যালয়ে দেয়া হয়েছে।






অর্থমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) এস এম জাকারিয়া হককে ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলের পদে প্রেষণে নিয়োগ দেয়ার আদেশটি বাতিল করা হযেছে।






মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি ও ডেপুটি প্রোগাম ম্যানেজার (ট্রেনিং) টিবি ডা. আবু নোমানকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার পদে বদলি করা হয়েছে।






মংলা বন্দর কর্তৃপক্ষের চিফ প্ল্যানিং অফিসার (উপসচিব) কাজী ফয়জুর রহমানকে মংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান নিরীক্ষা কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।






(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এইচআর/মোআ)