ওএসডি দুই কর্মকর্তাকে বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৭ ফেব্রুয়ারি, ২০১৬ ১৬:৫০:৪৫
ঢাকা: জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে থাকা দুজন সিনিয়র সহকারী সচিবকে বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওই দুই সিনিয়র সহকারী সচিব হলেন আবু সালেহ মোহাম্মদ ওবায়দুল্লাহ এবং এ কে এম ফজলুল হক।
দুজনই পদায়নের জন্য বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
(ঢাকাটাইমস/১৭ফেব্রুয়ারি/এমআর/মোআ)