বিএসআইআই মহাপরিচালক পদে চুক্তিভিক্তিক নিয়োগ
নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:১৮:১৮
ঢাকা: বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআইআই) মহাপরিচালক পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেয়া হয়েছে ড. মু. খলিলুর রহমানকে। অপর এক প্রজ্ঞাপনে তিন মেডিকেল অফিসারকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আদেশে বলা হযেছে, অবসরোত্তর ছুটি ভোগরত বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর কর্মকর্তা ড. মু. খলিলুর রহমানকে তার অভোগ করা অবসরোত্তর ছুটি (বিআরএল) বাতিলের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর মেয়াদে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক পদে চুক্তিভিক্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
ব্রাক্ষণবাড়িয়া জেলার আশুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারি ডেন্টাল সার্জন ডা. ফারজানা খান তিনিকে ডেন্ডাল সার্জন পদে পদোন্নতি দেয়া হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. তারিকুলজ্জামানকে জুনিয়র কনসালট্যান্ট করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি কর্মকর্তা ডা. সৈয়দ রানা কবীরকে সহকারী রেজিস্টার করা হয়েছে।
(ঢাকাটাইমস/১৯ ফেব্রুয়ারি/এইচআর/জেডএ)