logo ২৩ এপ্রিল ২০২৫
প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়ন প্রতিবেদন দিতে সাড়া নেই
হাবিবুর রহমান, ঢাকাটাইমস
১৮ ফেব্রুয়ারি, ২০১৬ ০০:০৭:২২
image



ঢাকা: ২০১৫ সালের জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের (ডিসি) সভায় নেয়া সিদ্ধান্ত ও সুপারিশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন জমা দিতে কয়েক দফা তাগাদার পরও সাড়া দেয়নি অনেক মন্ত্রণালয়। ফলে আবার অগ্রগতি প্রতিবেদন চেয়ে তাগিদপত্র দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।






বুধবার দেয়া চিঠিতে ২৮ ফেব্রুয়ারির মধ্যে অগ্রগতি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।






গত বছরের জুলাই মাসে এই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে গৃহীত বিভিন্ন সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন চেয়ে প্রথম চিঠি দেয়া হয় গত বছরের নভেম্বর মাসে।সংশ্লিষ্ট বিভাগের উপসচিব মো. শাফায়াত মাহবুব চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে কোনো সাড়া না পেয়ে এরপর ডিসেম্বর ও জানুয়ারি মাসে আরও দুই দফা তাগিদপত্র দেয়া হয়।






তাতেও কোনো সাড়া না মেলায় বুধবার আবার তাগিদপত্র দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় শাখা।






সিনিয়র সহকারী সচিব ড. ফারুক আহাম্মদের স্বাক্ষরে পাঠানো চিঠিতে বলা হয়, গত বছর ২৮ জুলাই অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের মুক্ত আলোচনায় বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কিত কিছু অনুশাসন/ নির্দেশনা দেয়া হয়। প্রধানমন্ত্রীর নির্দেশনা দেয়া প্রকল্পের বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন চাওয়া হলেও আজও তা পাওয়া যায়নি। এ কারণে সিদ্ধান্ত গ্রহণে বিঘ্ন ঘটছে বলে চিঠিতে জানানো হয়।  






এ প্রসঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্রাহ আল মামুন টাকাটাইমসকে বলেন, মন্ত্রণালয়ের কর্মকর্তারা সব সময় অনেক কাজে ব্যবস্থা থাকছেন। এর ফাঁকে ফাঁকে ডিসিদের পাঠানে প্রতিবেদনগুলো নিয়ে কাজ করছে। যেকোনো সময় সেগুলো জমা দেয়া হবে।






মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, এখন পর্যন্ত অগ্রগতি প্রতিবেদন পাঠায়নি ১৪টি মন্ত্রণালয়। সেগুলোর মধ্যে রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও পানিসম্পদ মন্ত্রণালয়।






প্রতিবেদন জমা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়।  






(ঢাকাটাইমস/১৮ফেব্রুয়ারি/মোআ)