পাঁচ কর্মকর্তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী পদে নিয়োগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ ফেব্রুয়ারি, ২০১৬ ১৭:১০:২০
ঢাকা: বিসিএস (প্রশাসন) ক্যাডারের পাঁচ কর্মকর্তাকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দিয়ে তাদের চাকরি স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হযেছে।
নিয়োগ পাওয়া কর্মকর্তারা হলেন সড়ক ও জনপথ বিভাগের এস্টেট অফিসার খালেদ মামুন চৌধুরী, খুলনা বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল হক খান, মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক মো. আয়াতুল ইসলাম, গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক বেগম আলেয়া খাতুন এবং টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক মো. লাল হোসেন। আগামী ৩ মার্চ এসব কর্মকর্তাকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।
(ঢাকাটাইমস/২৩ফেব্রুয়ারি/এইচআর/জেবি)