logo ২২ এপ্রিল ২০২৫
এক যুগ্মসচিব ও ১৬ উপসচিবের দপ্তর বদল
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৪ ফেব্রুয়ারি, ২০১৬ ১৮:২৬:২৮
image



ঢাকা: প্রশাসনে একজন যুগ্মসচিব ও ১৬ উপসচিবের দপ্তর বদল করা হয়েছে।






আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (যুগ্মসচিব) তপন চন্দ্র বণিককে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদে বদলি করা হয়েছে।






ভূমি সংস্কার বোর্ডের উপ-ভুমি কমিশনার কে এম রুহুল আমিনকে  প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব,






মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব এ কে এম মুখলেছুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে,






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ রাশেদুল হোসেনকে অর্থ বিভাগে,পরিসংখ্যান ব্যুারোর পরিচালক মো. আলতাফ হোসেনকে বিদ্যুৎ বিভাগে,






কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মো, এমদাদুল হক চৌধুরীকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে,






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এ জসীম উদ্দিন খানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে, বিনিয়োগ বোর্ডের পরিচালক ড, খন্দকার আজিজুল ইসলামকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে,






বান্দরবানের জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ নুরুল্লাহ নুরীকে বাংলাদেশ চা বোর্ডের সচিব পদে,






রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব পদে বদলির আদেশাধীন উপপরিচালক ড. সিতারা বেগমকে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের সচিব,






গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালযের উপসচিব মোহাম্মদ সালাউদ্দিনেকে ছয়টি জেলা পাবলিক লাইব্রেরির উন্নয়ন শীর্ষক প্রকল্পের পরিচালক,






দুনীতি দমন কমিশনারের একান্ত সচিব (উপসচিব) কাজী আবু তাহেরকে জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব,






খুলনা বিভাগের ভুমি সংস্কার বোর্ডর উপ-ভুমি সংস্কার কমিশনার এস এম রইছ উদ্দিন আহমেদকে ঢাকা ভুমি সংস্কার বোর্ডে,






বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের উপসচিব কায়সারুল আলমকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে, নীলফামারী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো, সামসুল আলমকে জনপ্রশাসনে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়া সুমনাকে জনপ্রশাসন মন্ত্রলণালয়ে এবং






জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বেগম খেনচানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।






ঢাকাটাইমস/২৪ ফেব্রুয়ারি/এইচআর /এআর/ ঘ)