২২৪ জনকে নিয়োগ দেবে পল্লী বিদ্যুতায়ন বোর্ড
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৩:২০:৪৭

ঢাকা: বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড চারটি পদে ১১৪ জনকে নিয়োগ দেবে। তাদেরকে বিভিন্ন স্থানে পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ দেয়া হবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি সম্প্রতি প্রকাশ করা হয়েছে।
সহকারী জেনারেল ম্যানেজার (আইটি)
সহকারী জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেয়া হবে ১০ জন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেকট্রনিকস, ইনফরমেশন টেকনোলজি, ফলিত পদার্থ ও ইলেকট্রনিকস বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া প্রার্থীদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডাটাবেস প্রোগ্রামিং এবং কম্পিউটার নেটওয়ার্কিংয়ে জ্ঞান থাকতে হবে। চুক্তিকালীন নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ২৫ হাজার ১০০ টাকা। চাকরি নিয়মিত হলে ২৬ হাজার টাকা বেতন দেয়া হবে।
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার (আইটি)
সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দেয়া হবে ৭৭ জন। আবেদনের জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা পাস হতে হবে। এক বছরের অভিজ্ঞতাসম্পন্ন বা সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীরা আবেদন করতে পারবেন। চুক্তি চলাকালে বেতন দেয়া হবে ১৬ হাজার ৮০০ টাকা। পরে চাকরি নিয়মিত হলে ১৭ হাজার ৩২০ টাকা বেতন দেয়া হবে।
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর
সহকারী এনফোর্সমেন্ট কো-অর্ডিনেটর পদে নিয়োগ দেয়া হবে ৮০ জন। বিজ্ঞান, বাণিজ্য বা কলা থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ১৪ হাজার ৮০০ টাকা। চুক্তি শেষে চাকরি নিয়মিত হওয়া সাপেক্ষে ১৫ হাজার ২৮০ টাকা বেতন দেয়া হবে।
মিটার টেস্টার
মিটার টেস্টার পদে নিয়োগ দেয়া হবে ৫৭ জন। উচ্চ মাধ্যমিক বা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। চুক্তিকালীন নিয়োগপ্রাপ্তদের বেতন দেয়া হবে ১২ হাজার ৫০০ টাকা। চাকরি নিয়মিত হলে ১২ হাজার ৯০০ টাকা বেতন দেয়া হবে।
আবেদনের বয়স
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারীদের বয়স ২০ মার্চ-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের পদগুলোতে আবেদনের জন্য ওয়েবসাইট (breb.teletalk.com.bd) ঠিকানায় গিয়ে ‘অনলাইন অ্যাপ্লিকেশন ফরম’ পূরণ করতে হবে। আবেদন করা যাবে ২০ মার্চ-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)