দরপতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মার্চ, ২০১৬ ১৮:১৮:৪১

ঢাকা: গত সপ্তাহে সপ্তাহজুড়ে পতনের পর পুঁজিবাজারে চলতি সপ্তাহও শুরু হয়েছে পতনের মধ্য দিয়ে। আজ রবিবার সপ্তাহের প্রথম দিন ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৬ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৩৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৪টির, কমেছে ১৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ পয়েন্ট কমে চার হাজার ৪৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭০৩ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ইফাদ অটোস, কাশেম ড্রাইসেলস, সিএমসি কামাল, ওরিয়ন ফার্মা, ওয়ান ব্যাংক লিমিটেড,আমান ফিড এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৮১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ১৪১টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির।
(ঢাকাটাইমস/০৬মার্চ/জেবি)