পুঁজিবাজার নিয়ে মুহিতের ‘প্রার্থনা’
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৯ মার্চ, ২০১৬ ১২:১০:৩৪
ঢাকা: দেশের পুঁজিবাজার যেন শক্তিশালী হয়ে ওঠে এ ব্যাপারে সবসময় প্রার্থনা করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মাঝে মাঝে অস্থির হয়ে ওঠা এই বাজার শিগগির স্থিতিশীল এবং শক্তিশালী হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী।
আজ বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপসের মাধ্যমে ট্রেডিংয়ের আনুষ্ঠানিক উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, ২০১০ সালের পরে পুঁজিবাজারের সংস্কারে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। ওইসব পদক্ষেপের সুফল এখনও সেভাবে দেখা যাচ্ছে না। তবে শিগগিরই এর সুফল পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএসইসির চেয়ারম্যান ড. মো. খাইরুল হোসেন, ডিএসই কমিশনার অধ্যাপক হেলাল উদ্দিন নিজামী, সিএসই চেয়ারম্যান ড. মোহাম্মাদ আবদুল মজিদ, ফ্লেক্সট্রেড অনলাইন ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জিন মাইকেল ব্লানকো, ডিএসইর ব্যাবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা, ডিএসইর পরিচালকবৃন্দ।
(ঢাকাটাইমস/০৯মার্চ/জেবি)