পুঁজিবাজারে মিশ্র প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মার্চ, ২০১৬ ১৮:১৫:৩৫

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের পুঁজিবাজারে মিশ্র প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতা এবং লেনদেনে পতন হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে পতনে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ সোমবার ডিএসইতে লেনদেন হয়েছে ৩১০ কোটি টাকার শেয়ার। যা গতকালের তুলনায় ১০ কোটি টাকা কম। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ৩০০ কোটি টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১১০টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৪৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭০৩ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি -বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, ওরিয়ন ফার্মা, কাশেম ড্রাইসেলস, লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, মালেক স্পিনিং মিলস, সিএমসি কামাল, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, সামিট পাওয়ার লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড এবং বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড।
এদিকে আজ সিএসইর সার্বিক সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৭৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৯৮টি এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির।
(ঢাকাটাইমস/০৭মার্চ/জেবি)