logo ২০ এপ্রিল ২০২৫
ব্রিটিশ কাউন্সিলে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১১ মার্চ, ২০১৬ ১৪:২৭:৩৫
image



ঢাকা: জনবল নেবে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা ব্রিটিশ কাউন্সিল। সংস্থাটি লাইব্রেরি অ্যান্ড কালচারাল সেন্টার কো-অর্ডিনেটর পদে ঢাকার অভ্যন্তরে নিয়োগ দেবে।






যোগ্যতা






যেকোনো বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া প্রার্থীদের দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার পাশাপাশি আবেদনকারীদের ইংরেজি ও বাংলায় যোগাযোগ দক্ষতা এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদটিতে আবেদন করতে পারবেন ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটের (http://ntv-bn-cdn.s3.amazonaws.com/document3/1457607869-bc-.jpg) মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ-২০১৬।






(ঢাকাটাইমস/১১মার্চ/জেবি)