logo ১৮ জুলাই ২০২৫
চোখের কালো দাগ দূর করুন ৫ মিনিটে (ভিডিও)
ঢাকাটাইমস ডেস্ক
১৬ মার্চ, ২০১৬ ০০:২৮:৩৯
image



ঢাকা: চোখের নিচের কালো দাগ দূর করার জন্য অনেকেই দামি ক্রিম, ময়েশ্চারাইজার বা অন্যান্য প্রসাধনী ব্যবহার করে থাকেন। আজকে পাঠকদের এমন একটি পদ্ধতির কথা বলব যাতে আপনি খুব সহজে অল্প সময়ে চোখের নিচে কালো দাগ দূর করতে পারবেন। আর এই টিপসটি দিয়েছেন নিউজিল্যান্ডের রূপচর্চা বিষয়ক ভ্লগার (ভিডিও আপলোড করে তথ্যদাতা) দারশিকা প্যাটেল।






দারশিকা প্যাটেলের মতে, বেকিং সোডার সঙ্গে পানির মিশ্রণ ব্যবহার করলে চোখের নিচে কালো দাগ কমে আসে। নিয়মিত ব্যবহারে তা ধীরে ধীরে দূর হয়ে যায়। পুরো প্রক্রিয়াটির জন্য সময় ব্যয় হয় মাত্র পাঁচ মিনিট।






চার মিনিটের একটি ভিডিওতে দারশিকা প্যাটেল চোখের দাগ দূর করার পুরো প্রক্রিয়াটি দেখিয়েছেন। এই মিশ্রণটি ব্যবহার করলে চোখের নিচের দাগ দূর করতে দামি ক্রিম বা ময়েশ্চারাইজার ব্যবহারের দরকার নেই।






দারশিকা প্যাটেল বলেন, ব্যবহার প্রক্রিয়াটি খুব সহজ। এক টেবিল চা চামচ বেকিং সোডার সঙ্গে কয়েক ফোঁটা পানি মিশিয়ে নিন। এরপর চোখের নিচের কালো অংশে আলতো করে হাতে বা চামচ দিয়ে মাখিয়ে নিন। মিশ্রণটি শুকানো পর্যন্ত পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন। এরপর টিস্যু পেপার বা ভেজা পরিষ্কার কাপড় দিয়ে মুছে ফেলুন। ব্যাস, নিমিষেই দূর হয়ে যাবে চোখের নিচের কালো দাগ। পাঠক প্রক্রিয়াটি একবার ব্যবহার করে দেখতেই পারেন।






ভিডিও দেখুন: 






(ঢাকাটাইমস/১৫মার্চ/এসআই)