আজ দোল উৎসব
ঢাকাটাইমস ডেস্ক
২৩ মার্চ, ২০১৬ ১০:০৭:২৩
ঢাকা: হোলি বা দোল শব্দটা কোথায় যেন মনের সঙ্গে জড়িয়ে আছে। বসন্তকালে সবার মনেই রং লাগে। এই রং শুধু শরীরেই লাগে না, মনের ভিতরেও লাগে। সে জন্যই তো বসন্তোৎসব সবাই খুব ধুমধামের সঙ্গে পালন করেন।
আজ বসন্ত বাতাসে রঙের ছড়াছড়ি। আবির, রঙ ও পিচকারি নিয়ে রঙখেলায় মাতোয়ারা সব বয়সী ছেলে-মেয়ে, নর-নারী।
হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা আজ। বাংলাদেশে উৎসবটি ‘দোলযাত্রা’, ‘দোলপূর্ণিমা’ নামে পরিচিত। দোলযাত্রা হিন্দু বৈষ্ণবদের উৎসব। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এ দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা এবং তার সখীদের সঙ্গে আবির খেলেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
বিশ্বের অনেক অনেক স্থানে উৎসবটি শ্রীকৃষ্ণের দোলযাত্রা নামে অধিক পরিচিত হলেও ভারতের পশ্চিমবঙ্গ, মাদ্রাজ, উড়িষ্যা প্রভৃতি স্থানে দোল উৎসব এবং উত্তর, পশ্চিম ও মধ্যভারতে ‘হোলি’ নামে পরিচিত। এছাড়া নেপালে এই উৎসব ‘হোলি’ নামে পরিচিত। কোনো কোনো স্থানে এ উৎসবকে বসন্ত উৎসবও বলা হয়।
(ঢাকাটাইমস/২৩মার্চ/জেএস)