ত্রিশের আগেই পূরণ করুন ১০ ইচ্ছা
ঢাকাটাইমস ডেস্ক
২৩ মার্চ, ২০১৬ ২২:৫২:০৬

ঢাকা: কলেজ-বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ পেরিয়ে মুক্ত জীবন, স্বপ্নপূরণের ডাক। কর্মজীবনে প্রবেশের আগে জীবনটাকে একটু উপভোগ করে নিতে পারেন। আর বয়স ৩০ ছোঁয়ার আগেই পূরণ করে নিন ১০টি ইচ্ছা।
১. বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ুন অজানার উদ্দেশে। ছোট্ট লাগেজে ভরে নিন ভ্রমণের পোশাক। চোখে তুলে নিন সানগ্লাস। একটু স্টাইলিশ করুন নিজেকে। নিজের স্বাধীনতাকে পুরোপুরি ভোগ করুন। মজা ছাড়া আর কিছুই ভাববেন না। এই সফর যেন আপনার জীবনের অন্যতম সুন্দর মুহূর্ত হতে পারে সেই চেষ্টা করুন।
২. আলাদাভাবে থাকুন। ভোগ করুন নিজের একাকীত্বকে। একদিকে স্বাধীনও হবেন, আবার একাকিত্বে আরও সমাজদার হবেন, বাড়বে দায়িত্ববোধ।
৩. ট্যাটু এখনকার তরুণ-তরুণীদের ফ্যাশন ম্যানিয়া। নিজের শরীরে ট্যাটু এঁকে ফ্যাশন দুরস্ত হয়ে নিন।
৪.যাতে আপনার ভয় সেই কাজটা বেশি করে করুন। তাহলে ভয়কে মোকাবিলা করার সাহস জন্মাবে। ভ্রমণে আতঙ্ক হোক বা স্কাইড্রাইভিং ভয়কে জয় করুন। মন ফুরফুরে হয়ে যাবে।
৫.রান্না-বান্না মানেই সেই গতানুগতিক জীবনে ঢুকে পড়লেন এমনটা নয়। রান্নাতে মন ভাল থাকে। নানা পদের রান্নার চেষ্টা করুন।
৬. আপনি কি নাচ জানেন বা ছবি আঁকতে পারেন? না সঙ্গীত ভালবাসেন, কিন্তু প্রথাগত শিক্ষার অভাবে তার মধ্যে ঢুকতে পারেন না? পারলে এমনই সব নতুন অভ্যাসে মনোনিবেশ করুন। জীবনের ধাপে এটাও একটা অভিজ্ঞতা।
৭. কর্মজীবন নিয়ে নিশ্চয় আপনার কোনো স্বপ্ন আছে। সেই স্বপ্নপূরেণর চেষ্টা করুন।
৮. ক্ষমা করতে ও ভুলে যেতে শিখুন। এটাও একটা শিক্ষা। কাউকে ক্ষমা করা মানে আপনার হৃদয়ে ভালোবাসার কলসিটা আরও পূর্ণ হবে। কোনো খারাপ কিছু ভুলতে পারলে মন ভাল থাকে।
৯. প্রেম করুন। ভয় পাবেন না। এই প্রেম থাকবে কি ভেঙে যাবে। কারণ প্রেমে ভেঙে যাওয়া পরিস্থিতিকে মোকাবিলা করার মতো ক্ষমতাও মানুষের থাকা উচিত।
১০. অতীত ব্যথা-বেদনাকে ভোলার চেষ্টা করুন। কারোর সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে থাকলে তা মিটিয়ে নিন। কারণ মনের প্রশান্তি দেয় জীবনকে মোকাবিলা করার শক্তি।
(ঢাকাটাইমস/২৩মার্চ/এসআই)