logo ২০ এপ্রিল ২০২৫
পতনের পর ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মার্চ, ২০১৬ ১৮:৩৯:৫২
image



ঢাকা: টানা দুই দিন বড়ধরনের দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) উভয় বাজারে সূচকের সঙ্গে বেড়েছে লেনদেনও।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৩ কোটি এক লাখ টাকার শেয়ার। যা আগের কার্যদিবসে এ বাজারে লেনদেন হয়েছিল ২৯৭ কোটি ৯১ লাখ টাকার শেয়ার।






ডিএসই প্রধান মূল্য সূচক বা ডিএসই এক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে চার হাজার ৩১২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬৩২ পয়েন্টে।






ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩১৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৬টি কোম্পানির। আর দর কমেছে ৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির।






এদিকে আজ সিএসইতে ২০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৩০২ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০১টির, কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।






(ঢাকাটাইমস/২৯মার্চ/জেবি)