লেনদেনে নিম্নমুখী প্রবণতা
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৭ মার্চ, ২০১৬ ১২:২৩:৫৫
ঢাকা: গত সপ্তাহে টানা নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে দেশের দুই বাজারে। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে।
প্রথম ঘণ্টায় ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় কমেছে ১১ পয়েন্ট। আর সিএসই’র প্রধান সূচক সিএসইএক্স কমেছে ৪৪ পয়েন্ট।
ডিএসইতে প্রথম ঘণ্টায় লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকা। লেনদেন হওয়া ২৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৯১টির, কমেছে ১১৩টির এবং অপরিবর্তিত আছে ৫৩টি।
অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৯৭ লাখ টাকা। লেনদেন হওয়া ১৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৩৮টির, কমেছে ৭৫টির এবং অপরিবর্তিত আছে ২৮টি।
(ঢাকাটাইমস/২৭মার্চ/জেডএ)