১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা প্রাইম ব্যাংকের
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২২ মার্চ, ২০১৬ ১১:১৮:৫৫
ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংক তাদের শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে।
ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশের সুপারিশ করা হয়।
ডিএসই সূত্র এই তথ্য জানিয়েছে।
আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য ১১ এপ্রিল রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।২০০০ সালে প্রাইম ব্যাংক পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ২.১১ টাকা (ওয়েটেড)। শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ২৫.৭৫ টাকা ও শেয়ারপ্রতি কনসলিডেটেড নগদ সম্পদ প্রবাহের পরিমাণ হচ্ছে ০.১৫ টাকা। আগের বছর একই সময়ে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২.১৮ টাকা।
(ঢাকাটাইমস/২২মার্চ/এমআর)