দরপতনে সপ্তাহ শুরু
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ মার্চ, ২০১৬ ১৬:১১:১৩

ঢাকা: দরপতনের মধ্য দিয়ে সপ্তাহ শুরু হয়েছে পুঁজিবাজারে। আজ রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতন হয়েছে। তবে আজ ডিএসইতে লেনদেনের পরিমাণ কমলেও বেড়েছে সিএসইতে।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে ৩৪০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩০ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৭০ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৬ পয়েন্ট কমে চার হাজার ৪৩০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৮৮ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- কেয়া কসমেটিকস, সিএমসি কামাল, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, লংকাবাংলা ফিন্যান্স, আমান ফিড, ওরিয়ন ইনফিউশন, এমারেল্ড অয়েল, সামিট পাওয়ার লিমিটেড এবং ফু-ওয়াং সিরামিক।
এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৪২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬০টির, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
(ঢাকাটাইমস/২০মার্চ/জেবি)