দুই বাজারেই বেড়েছে লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৫ মার্চ, ২০১৬ ১৭:২২:৩৯

ঢাকা: ইতিবাচক ধারায় লেনদেন শেষ হয়েছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেন হয়েছে ৪৩৫ কোটি টাকার।
আর সিএসইতে লেনদেন হয়েছে ৩০ কেটি টাকার। গতকালের তুলনায় দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির শেয়ার দর।
ডিএসইর প্রধান সূচব ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৮ পয়েন্ট বেড়ে চার হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৩ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, আমান ফিড, ওরিয়ন ফার্মা, বিডি থাই, অলটেক্স, পাওয়ার গ্রীড, ইফাদ অটোস এবং সামিট পাওয়ার লিমিটেড।
এদিকে আজ সিএসইর সার্বিক সূচক ২০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮০৭ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৭৯টি এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
(ঢাকাটাইমস/১৫মার্চ/জেবি)