logo ০৩ মে ২০২৫
পুঁজিবাজারে দরপতন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১৬:৩৯:৩১
image



ঢাকা: দেশের পুঁজিবাজারে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শুরু হয়েছে দরপতনের মধ্যদিয়ে। কমেছে লেনদেনের পরিমাণও।






ওয়েবসাইট সূত্রে জানা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)৩৩৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩১ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার।






আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ১৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির শেয়ার দর।






ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১২ পয়েন্ট কমে চার হাজার ৪৬৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৫ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১২ পয়েন্টে।






টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- আমান ফিড, কেয়া কসমেটিকস,  বিএসসিসিএল, ওরিয়ন ফার্মা, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লিমিটেড, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার এবং সিএমসি কামাল।






এদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ২৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮১টির, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।






(ঢাকাটাইমস/১৪মার্চ/জেবি)