২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা ব্যাংক এশিয়ার
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৬ ১১:৫৫:১৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক এশিয়া তাদের শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ শেয়ার লভ্যাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকটি ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে। ব্যাংকের পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এছাড়া কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৮ এপ্রিল। রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে এজিএম অনুষ্ঠিত হবে বেলা ১১টায়।
গত বছর ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.০৪ টাকা। শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২২.২৮ টাকা।
(ঢাকাটাইমস/১০মার্চ/এমআর)