logo ২১ এপ্রিল ২০২৫
উত্থানে লেনদেন উভয় পুঁজিবাজারে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ মার্চ, ২০১৬ ১৩:১৬:১৭
image



ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত উত্থানে লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনেও এই চিত্র। ডিএসইতে প্রথম ঘণ্টায় ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকার শেয়ার।






ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।






ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ১১২টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।






ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৬৭ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭১৫ পয়েন্টে।






অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭৪১ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৬২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।






(ঢাকাটাইমস/১০মার্চ/জেডএ)