ডিএসইতে মিশ্রধারায় লেনদেন
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মার্চ, ২০১৬ ১২:৩৪:২০

ঢাকা: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার লেনদেনের প্রথম ঘণ্টায় প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচকে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। তবে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্য সূচকে রয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত মিশ্রধারায় লেনদেন চলছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চলছে উত্থানে। এদিন ডিএসইতে প্রথম ঘণ্টায় ৯৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। অপর বাজার সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি টাকার শেয়ার।
ডিএসই ও সিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৯টি কোম্পানির শেয়ারের। আর দর কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।
ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৭৫ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ০৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭১৭ পয়েন্টে।
অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৮৩৫ পয়েন্টে। সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির।
(ঢাকাটাইমস/১৪মার্চ/জেডএ)