logo ২১ এপ্রিল ২০২৫
ডিএসইতে পিই রেশিও কমেছে ১.২৩%
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৯ মার্চ, ২০১৬ ১১:২৭:৪৩
image



ঢাকা: গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। এই সপ্তাহে ডিএসইতে পিই রেশিও কমেছে দশমিক ১৮ পয়েন্ট বা ১ দশমিক ২৩ শতাংশ।






ডিএসইর তথ্য অনুযায়ী, আলোচ্য সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ১৪ দশমিক ৭৪ পয়েন্টে অবস্থান করছে; যা আগের সপ্তাহে ছিল ১৪ দশমিক ৯২ পয়েন্ট।






সপ্তাহ শেষে খাতভিত্তিক ট্রেইলিং পিই রেশিও বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬ দশমিক ৩ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৮ দশমিক ৬ পয়েন্ট, সিরামিক খাতের ২৩ দশমিক ৭ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯ দশমিক ১ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩২ দশমিক ৮ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১২ দশমিক ৮ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১১ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ৪১ পয়েন্টে, পাট খাতের মাইনাস ৩০ পয়েন্ট।






এছাড়া বিবিধ খাতের ২৮ দশমিক ১ পয়েন্ট, এনবিএফআই ১৮ দশমিক ৩ শতাংশ, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের ২৯ দশমিক ৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২১ দশমিক ৩ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২৬ দশমিক ৩ পয়েন্ট, ট্যানারি খাতের ২৬ দশমিক ৩ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৭ দশমিক ২ পয়েন্ট, বস্ত্র খাতের ১১ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাত ২৫ দশমিক ৭ পয়েন্টে অবস্থান করছে।






(ঢাকাটাইমস/১৯মার্চ/জেবি)