logo ২১ এপ্রিল ২০২৫
উভয় পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মার্চ, ২০১৬ ১২:৩৭:০৫
image



ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে।






সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি টাকা। একই সময়ে সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৭৮ লাখ টাকা।






আগের কার্যদিবসে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হলেও আজ ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে।






প্রথম ঘণ্টায় ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৫৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি শেয়ারের।






এসময় ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ১৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮২ পয়েন্টে। ডিএসইএস ৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৬৯১ পয়েন্টে।






অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক ২২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৬৬৪ পয়েন্টে। এ বাজারে প্রথম ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৪৪টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।






(ঢাকাটাইমস/২১মার্চ/জেডএ)