ড্রাগন সোয়েটারের লেনদেন শুরু আজ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৩ মার্চ, ২০১৬ ১০:৫৩:৫৯
ঢাকা: সম্প্রতি আইপিওতে আসা ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের লেনদেন শুরু হচ্ছে আজ বুধবার। কোম্পানিটি ডিএসইতে “এন” ক্যাটাগরিতে লেনদেন শুরু করবে।
ডিএসই সূত্রে আরও জানা গেছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের ট্রেডিং কোড হবে “DSSL”। আর ডিএসইতে কোম্পানি কোড হবে-17471।
এর আগে গত ১৬ মার্চ বুধবার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমার কাজ সম্পন্ন করেছে।
গত ১৬ ফেব্রুয়ারি কোম্পানিটির আইপিও লটারি ড্র অনুষ্ঠিত হয়। ওইদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এই ড্র হয়।
কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৭ জানুয়ারি। চলে ২৬ জানুয়ারি পর্যন্ত। দেশী ও প্রবাসী উভয় বিনিয়োগকারীর জন্য এই সময় প্রযোজ্য ছিল।
(ঢাকাটাইমস/২৩মার্চ/জেবি)