logo ১৬ জুলাই ২০২৫
পাদুকা কাহন
ঢাকাটাইমস ডেস্ক
০২ এপ্রিল, ২০১৬ ১৪:৫৯:৩৭
image



ঢাকা: গরমে বেছে নিন নানা ধরনের সামার চপ্পল আরাম পাবেন, ফ্যাশনেবলও বটে। এই সময় পা ঢাকা জুতা খুব একটা স্বস্তিদায়ক নয়৷ পায়ের মধ্যে ঘাম হয়ে পায়ে দুর্গন্ধ তো হয়ই, অনেকসময় ফাঙ্গাসের সমস্যাও হয়৷ তাই গরমকালে পা ঢাকা জুতা না পরে, পায়ে হাওয়া বাতাস খেলবে এমন কিছু বেছে নেয়া ভালো৷ কারণ পায়ের হাইজিনের দিকেও খেয়াল রাখতে হবে৷






এই সময় প্রথমেই মনে পড়ে যায় ফ্লিপফ্লপের কথা৷ জিন্স-টপ আর পায়ে একজোড়া রঙিন ফ্লিপফ্লপ৷গরমের গনগনে আঁচেও ফুরফুরে থাকার জন্য এর চেয়ে ভালো আর কী হতে পারে? ক্যাজুয়াল ওয়েস্টার্নের সঙ্গে ফ্লিপফ্লপই ভালো৷ ফ্লিপফ্লপ ছাড়াও গরমের জন্য বেছে নিতে পারেন গ্রাস স্লিপারস৷ অনলাইন স্টোরগুলোতে পেয়ে যাবেন৷ কৃত্রিম ঘাস বসানো এই চটি কাছে-পিঠে বা সমুদ্রের ধারে বেড়ানোর জন্য উত্তম।






পাটের তৈরি চপ্পলও পরতে পারেন৷ অফিসে একটু ফরমাল সামার চপ্পল পরতে পারেন৷ ফ্ল্যাট, ওয়েজ, ফুটবেড বা হাই হিলের সামার চপ্পল পছন্দ অনুযায়ী বেছে নিন৷ এথনিক পোশাকের সঙ্গে পরুন ছোট ছোট রঙিন বিডস দিয়ে গাঁথা স্ট্র্যাপের চপ্পল৷ বা স্ট্র্যাপে সিক্যুইনের কাজ করা চপ্পল৷ আবার স্ট্র্যাপে এমব্রয়ডারি করা চপ্পলও বেশ ফ্যাশনেবল৷ শাড়ি, সালোয়ারের সঙ্গে দারুণ মানাবে৷ লং স্কার্ট বা পালাজোর সঙ্গে পরলেও ভালো লাগবে৷ যদি গরমের সাজে একটু বোহো লুক চান তাহলে ঘুঙুর এবং পমপম বসানো চপ্পল পরতে পারেন৷ যদি পা ঢাকা জুতা একান্তই পরতে চান, তবে স্লাইড চপ্পল বেছে নিতে পারেন৷ তাহলে অন্তত আপনার পায়ের আঙুলগুলো খোলা থাকবে৷






(ঢাকাটাইমস/২এপ্রিল/জেএস)