logo ১৬ জুলাই ২০২৫
হোটেলে হাঙরের সঙ্গে ঘুম
ঢাকাটাইমস ডেস্ক
০১ এপ্রিল, ২০১৬ ১৭:২১:৫৭
image



ঢাকা: পানির ৩২ হাত নিচে আপনি বসে আছেন। আপনার চারপাশে ঘুরছে ৩৫টি হাঙর। বড় বড় চোখে এই দৃশ্য দেখে দেখে একসময় আপনি হয়তো ঘুমিয়ে পড়লেন। তখনো আপনার চারপাশে ঘুরছে ওই ৩৫টি হাঙর। এমন ‘উত্তেজনাপূর্ণ ঘুমের’ একটি রাত আপনি চাইলে কাটাতে পারেন ফ্রান্সের প্যারিসে।






বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ফ্রান্সের একটি হোটেল এই অফার চালু করেছে আজ শুক্রবার। হোটেলটি এ রকম একটি রুমে রাত কাটানোর সুযোগ করে দিচ্ছে তাদের অতিথিদের। রুমটি ঘিরে সাঁতরে বেড়াবে ৩৫টি হাঙর।






রুমটি থাকবে পানির দশ মিটার (৩২ হাত) গভীরে। সাঁতরে বেড়ানো হাঙরগুলো দেখা যাবে কাচের দেয়ালের অপর পাশে।






প্যারিসের হোটেলটি এই অফার চালুরেউদ্দেশ্য সম্পর্কে বলছে, এর উদ্দেশ্য মানুষ যেন হাঙরকে আরও ভালোভাবে জানতে ও বুঝতে পারে।






হোটেলের পক্ষ থেকে অতিথিদের হাঙরের সঙ্গে পরিচয় করিয়ে দেবেনে ফ্রিডিভার ফ্রেড বাইল। তিনি বলেন, মানুষের জানা উচিত যে হাঙর আসলে কোনো বিপজ্জনক প্রাণী নয়।






(ঢাকাটাইমস/১এপ্রিল/মোআ)