logo ২০ এপ্রিল ২০২৫
অপসোনিনে তিন পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১০ এপ্রিল, ২০১৬ ১৪:০৩:১৭
image



ঢাকা: ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অপসোনিন ফার্মা লিমিটেড তিনটি পদে জনবল নিয়োগ দেবে। গতকাল শনিবার একটি জাতীয় দৈনিকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহীরা আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।






প্রতিষ্ঠানটিতে টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ (ভেটেরিনারি) পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ডিভিএম/সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর। অভিজ্ঞতা এক থেকে দুই বছর। বাংলাদেশের যেকোনো স্থানে কর্মস্থল হতে পারে।






টেকনিক্যাল সার্ভিস এক্সিকিউটিভ (ফিশারিজ) পদে আবেদনের জন্য ফিশারিজে বিএসসি লাগবে। কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা। কর্মক্ষেত্র বাংলাদেশের যেকোনো স্থানে হতে পারে।






অ্যাসোসিয়েট এক্সিকিউটিভ (সেলস অ্যাডমিন) পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে ফিশারিজে বিএসসি। অভিজ্ঞতা কমপক্ষে এক বছর। কর্মক্ষেত্র হবে ঢাকায়।






পদগুলোতে ক্যারিয়ার গড়তে আগ্রহীরা bdjobs.com এর মাধ্যমে আগামী ২২ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।






(ঢাকাটাইমস/১০এপ্রিল/জেবি)