logo ১৫ জুলাই ২০২৫
গরমে অতিরিক্ত ঘাম থেকে রেহাই পেতে...
ঢাকাটাইমস ডেস্ক
১২ এপ্রিল, ২০১৬ ০৯:৫৮:৩৯
image



চৈত্রের খরতাপ বেড়েই চলেছে। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এই গরমে সকলেরই ঘাম হবে এটাই স্বাভাবিক। কিন্তু অনেকের ক্ষেত্রে বেশি ঘাম হতে দেখা যায়। এর ফলে শরীর থেকে জল কমতে থাকে। বেশি ঘামের থেকে রেহাই পেতে চান অনেকেই।






নীচে ৫টি টোটকা দেয়া হল। কাজে লাগতে পারে।






- লেবু থাকুক সঙ্গে। খাওয়ার সঙ্গে সঙ্গে যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে লেবুর রস লাগাতে পারেন। এতে ঘাম যেমন কমে তেমন ঘামের দুর্গন্ধও দূর হয়।






-টমেটোর জুস খেলেও অনেক সময়ে ঘাম কমে। এক গ্লাস টমোটোর জুস দেখতে পারেন। বেশি ঘাম থেকে মুক্তি পাবেন। শরীরও তরতাজা থাকবে।






-আঙুরে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। তাই এই গরমে নিয়মিত আঙুর খেলে আপনার শরীর ঠান্ডা থাকবে। বেশি ঘামের থেকে রেহাই পেতে পারেন।






-আলু অনেকটাই ঘাম ঝরা কমিয়ে দেয়। শরীরের যেসব জায়গায় ঘাম বেশি হয় সেখানে পাতলা পাতলা করে আলুর টুকরো রাখুন বাড়ির বাইরে যাওয়ার আগে। শুকিয়ে গেলে তবেই জামাকাপড় পরুন।






-নারকেল তেলের মধ্যে কিছুটা কর্পূর মিশিয়ে স্নানের পরে গায়ে মাখিয়ে রাখুন। ঘাম বেশি হওয়া জায়গায় লাগাবেন। ঘণ্টা খানেক পরে ধুয়ে নিন।






তবে একটা বিষয় মনে রাখা দরকার যে, ঘাম একটি স্বাভাবিক প্রক্রিয়া। ঘাম শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তবে স্বাভাবিকের তুলনায় খুব বেশি ঘাম হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। নানা রকম অসুখের কারণেও ঘাম হতে পারে।






(ঢাকাটাইমস/১২এপ্রিল/জেডএ)