logo ২০ এপ্রিল ২০২৫
আড়ংয়ে আকর্ষণীয় পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৬ এপ্রিল, ২০১৬ ১০:৫৫:৪৯
image



ঢাকা: জনপ্রিয় ব্র্যান্ড আড়ং মার্চেন্ডাইজিং ও ডিজাইন বিভাগে এজিএম বা ডিজিএম পদে জনবল নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। পদগুলোতে আবেদন করা যাবে ১২ মে পর্যন্ত।






এজিএম বা ডিজিএমডিজাইন






ফ্যাশন ডিজাইন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া আবেদনকারীদের একই পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ ফ্যাশন ডিজাইনে মোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের জন্য প্রার্থীদের বয়স অনূর্ধ্ব ৪৫ বছর হতে হবে। পদটিতে নিয়োগ দেয়া হবে রাজধানী ঢাকায়।






এজিএম বা ডিজিএমমার্চেন্ডাইজিং






মার্চেন্ডাইজিং, ব্যবস্থাপনা বা এ সংক্রান্ত বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ ছাড়া একই পদে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসহ মার্চেন্ডাইজিংয়ে মোট পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।  ঢাকার অভ্যন্তরে এ পদটিতে নিয়োগ দেয়া হবে অনূর্ধ্ব ৪৫ বছর বয়সের প্রার্থীদের।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদগুলোতে আবেদনের জন্য জীবনবৃত্তান্ত ও আগ্রহপত্র (লেটার অব ইন্টারেস্ট) পাঠাতে পারবেন [email protected] ইমেইল ঠিকানায়। ইমেইলের বিষয় স্থানে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। এ ছাড়া আবেদনপত্র পাঠানো যাবে ‘মানবসম্পদ বিভাগ, আড়ং, আড়ং সেন্টার, ৩৪৬, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮’ ঠিকানায়। ডাকযোগে পাঠানোর ক্ষেত্রে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে।  আবেদন করা যাবে ১২ মে-২০১৬ তারিখ পর্যন্ত।






(ঢাকাটাইমস/১৬এপ্রিল/জেবি)