ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০১ মে, ২০১৬ ১১:৪৮:২৯
ঢাকা: বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে বেশ কিছু জনবল নিয়োগ দেবে। সম্প্রতি বিডিজবসে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
যোগ্যতা
ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। পাশাপাশি ব্যাংক ম্যানেজমেন্ট ও অর্থনীতি থেকে স্নাতক পাসকারীরাও আবেদনের যোগ্য বিবেচিত হবেন। পদটিতে আবেদনের জন্য সিজিপিএ ৪.০০ এর মধ্যে কমপক্ষে ৩.০০ থাকতে হবে। তবে আবেদন করতে পারবেন সম্পূর্ণ অনভিজ্ঞ প্রার্থীরা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন পদটিতে। আবেদন করা যাবে ১৫ মে ২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/০১মে/জেবি)