logo ২০ এপ্রিল ২০২৫
দুই পদে জনবল নেবে আল আরাফাহ ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ এপ্রিল, ২০১৬ ০৯:৫৪:২৪
image



ঢাকা: আল আরাফাহ ইসলামী ব্যাংক আকর্ষণীয় বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার এবং এক্সিকিউটিভ অফিসার (প্রবেশন) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুই পদেই অনভিজ্ঞদের নিয়োগ দেয়া হবে। আগামী ৫ মে পর্যন্ত এই দুই পদে আবেদন করা যাবে।






ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার






ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং থেকে বিএসসি পাস করা প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ বা সমমানের ফল থাকতে হবে। তবে এমবিএ ডিগ্রিধারী প্রার্থীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এক বছর প্রবেশনকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ দেয়া হবে।






এক্সিকিউটিভ অফিসার (প্রবেশন)






গণিত, পরিসংখ্যান, পদার্থবিদ্যা, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অর্থনীতি, জনপ্রশাসন, ইংরেজি ও ব্যাংক ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।






আবেদনকারীদের এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৫.০০ এবং স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ বা সমমানের ফল থাকতে হবে। এক বছর প্রবেশনকাল শেষে নিয়োগপ্রাপ্তদের ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগ দেয়া হবে।






অন্যান্য যোগ্যতা






প্রার্থীদের বয়স ৫ মে-২০১৬ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। এ ছাড়া আবেদনকারীদের ইংরেজি ও বাংলায় পারদর্শী এবং মাইক্রোসফট অফিস ও ইন্টারনেটে দক্ষ হতে হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের মাধ্যমে ৫ মে-২০১৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।






বিস্তারিত জানতে এই লিঙ্কে ক্লিক করুন






http://www.al-arafahbank.com/career/






(ঢাকাটাইমস/২১এপ্রিল/এমআর)