ইউসিবিতে আকর্ষণীয় বেতনে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৮ এপ্রিল, ২০১৬ ১১:২৯:৩৩

ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) আকর্ষণীয় বেতনে প্রবেশনারি অফিসার পদে জনবল নিয়োগ দেবে। এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১৫ মে পর্যন্ত এই পদে আবেদন করা যাবে।
যোগ্যতা
ফাইন্যান্স, মার্কেটিং, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, এমআইএস, অর্থনীতি, গণিত, আইন, পরিসংখ্যান, ইংরেজি, আন্তর্জাতিক সম্পর্ক অথবা ইঞ্জিনিয়ারিংয়ে (কম্পিউটার সায়েন্স, মেকানিক্যাল, ইইই বা আইটি) চার বছরমেয়াদী স্নাতক পাসকারীরা আবেদন করতে পারবেন পদটিতে। আবেদনকারীদের ৪.০০-এর মধ্যে ন্যূনতম সিজিপিএ ৩.০০ অথবা প্রথম শ্রেণি থাকতে হবে। এ ছাড়া এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.০০ পেয়ে পাস করতে হবে। ইংরেজি মাধ্যমের ক্ষেত্রে ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেলে বি-গ্রেড থাকতে হবে। আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।
বয়স
আবেদনকারীদের বয়স ৩০ এপ্রিল-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।
বেতন
এক বছর প্রবেশনকালে বেতন দেয়া হবে ৪১ হাজার ৯০০ টাকা। পদ স্থায়ীকরণের পর নিয়োগপ্রাপ্তরা বেতন পাবেন ৫২ হাজার টাকা। সঙ্গে থাকবে অন্যান্য সুযোগ-সুবিধা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে ১৫ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেবি)