logo ২০ এপ্রিল ২০২৫
স্পারসো-তে চাকরির সুযোগ
ঢাকাটাইমস ডেস্ক
১৮ এপ্রিল, ২০১৬ ১২:০১:২৬
image



ঢাকা: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানে (স্পারসো) ১১টি পদে জনবল নিয়োগ দেয়া হবে। আগ্রহীরা আগামী ১৮ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।






পদ ও পদসংখ্যা






সিনিয়র সায়েন্টিফিক অফিসার- ০৩ জন






অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ০১ জন






ইনফরমেশন অফিসার- ০১ জন






অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিফিক অফিসার- ০১ জন






স্টেনোগ্রাফার- ০১ জন






সিকিউরিটি হাবিলদার- ০১ জন






অ্যাকাউন্ট্যান্ট- ০১ জন






ড্রাফটসম্যান- ০২ জন






এলডিএ কাম টাইপিস্ট- ০১ জন






টেকনিশিয়ান-২- ০১ জন






লাইব্রেরি অ্যাটেনডেন্ট- ০১ জন






শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি থেকে পিএইচডি ডিগ্রি। তবে পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে।






বয়স: ০১ এপ্রিল ২০১৬ তারিখে বিভিন্ন পদে ২১-৩৭ বছর






আবেদনের নিয়ম: আগ্রহীরা www.sparrso.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।






আবেদনের শেষ সময়: ১৮ মে ২০১৬।






(ঢাকাটাইমস/১৮এপ্রিল/জেডএ)