logo ০৪ আগস্ট ২০২৫
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২০ এপ্রিল, ২০১৬ ১২:২৫:১৩
image



ঢাকা: ঢাকায় মার্কিন দূতাবাসের গণযোগাযোগ সংক্রান্ত কাজ পরিচালনার জন্য ‘ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট’ পদে নিয়োগ দেয়া হবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদটিতে আবেদন করা যাবে আগামী ২৪ এপ্রিল পর্যন্ত।






কলা, সাংবাদিকতা, আন্তর্জাতিক সম্পর্ক অথবা মানবিক বিষয় থেকে স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি সাংবাদিক, লেখক অথবা রেডিও সম্প্রচারকারী হিসেবে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীদের বাংলা ও ইংরেজিতে যোগাযোগে লেভেল-চার দক্ষতা থাকতে হবে। এ ছাড়া আবেদনের জন্য থাকতে হবে পর্যাপ্ত কম্পিউটার জ্ঞান।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে ‘মানবসম্পদ বিভাগ, আমেরিকা যুক্তরাষ্ট্র দূতাবাস, মাদানি অ্যাভিনিউ, বারিধারা, ঢাকা-১২১২ ঠিকানায়।






(ঢাকাটাইমস/২০এপ্রিল/জেবি)