logo ২০ এপ্রিল ২০২৫
এবি ব্যাংকে অনভিজ্ঞদের চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৬ মে, ২০১৬ ১৫:৫৩:৪৬
image



ঢাকা: ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এবি ব্যাংক ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার’ পদে সম্পূর্ণ অনভিজ্ঞদের নিয়োগ দেবে। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি।






যোগ্যতা






এমবিএ, এমবিএম, বাণিজ্য থেকে স্নাতকোত্তর, বিজ্ঞান থেকে স্নাতকোত্তর অথবা সমাজবিজ্ঞান থেকে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের জন্য স্নাতকোত্তরে সিজিপিএ ৩.৫০ (৪.০০-এর মধ্যে) থাকতে হবে। সঙ্গে শিক্ষাজীবনে ন্যূনতম দুটি প্রথম শ্রেণি থাকতে হবে।






আবেদনকারীদের ইংরেজিতে দক্ষ এবং মাইক্রোসফট অফিসে পারদর্শী হতে হবে। ৩০ এপ্রিল-২০১৬ তারিখে বয়স অনূর্ধ্ব-৩০ বছর হলেই আবেদন করা যাবে পদটিতে।






নির্বাচন প্রক্রিয়া






আবেদনকারীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সেখান থেকে মেধার ভিত্তিতে নির্বাচিতদের মৌখিক পরীক্ষা গ্রহণের সুযোগ দেয়া হবে। মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা চূডান্ত নিয়োগ পাবেন।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা এবি ব্যাংকের ওয়েবসাইটের (http://abbl.com/career/) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ ২২ মে, ২০১৬ তারিখ পর্যন্ত।






(ঢাকাটাইমস/০৬মে/জেবি)