ব্র্যাক ব্যাংকে অনভিজ্ঞদের চাকরির সুযোগ
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২৯ মে, ২০১৬ ১৪:৩৭:২৫
ঢাকা: বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ব্র্যাক ব্যাংক লিমিটেড রিলেশনশিপ অফিসার-এসএমই ব্যাংকিং ডিভিশনে জনবল নিয়োগ দেবে। এ ক্ষেত্রে সদ্য স্নাতক পাস করা প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আগামী ৮ জনু পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে।
যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সদ্য স্নাতক পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় শিক্ষা থেকে স্নাতক পাস এবং পূর্বে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগে অগ্রাধিকার দেয়া হবে। এ ছাড়া প্রার্থীকে যোগাযোগে দক্ষ এবং কাস্টমার সার্ভিস ও সেলসে পারদর্শী হতে হবে।
বেতন ও কর্মস্থল
প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও ভাতা দেয়া হবে। নির্বাচিত প্রার্থীদের বাংলাদেশের যেকোনো জেলায় নিয়োগ দেয়া হতে পারে।
আবেদন প্রক্রিয়া
জীবনবৃত্তান্ত, এক কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপিসহ পদটিতে আবেদন করা যাবে বিডিজবস ডটকমের মাধ্যমে। আবেদনের শেষ তারিখ ৮ জুন, ২০১৬।
(ঢাকাটাইমস/২৯মে/জেবি)