logo ১৯ এপ্রিল ২০২৫
অনভিজ্ঞদের চাকরি দেবে যমুনা ব্যাংক
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
২১ মে, ২০১৬ ২০:৫৭:৪৩
image



ঢাকা: ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান যমুনা ব্যাংক লিমিটেড আকর্ষণীয় বেতনে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদটিতে আবেদনের জন্য কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না।






যোগ্যতা






যেকোনো বিষয়ে এমবিএ ডিগ্রিধারী, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ব্যাংকিং, মানবসম্পদ ব্যবস্থাপনা, অর্থনীতি ও পরিসংখ্যান থেকে স্নাতকোত্তর পাস এবং সিএসই, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইইই থেকে বিএসসি পাসকারীরা আবেদন করতে পারবেন পদটিতে। তবে স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ ৩.০০ (৪.০০-এর মধ্যে) এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ ৪.৫০ (৫.০০-এর মধ্যে) থাকতে হবে।






বয়স






আবেদনকারীদের বয়স ১৫ জুন-২০১৬ তারিখে অনূর্ধ্ব-৩০ বছর হতে হবে।






বেতন






এক বছর প্রবেশনকালে ৫০ হাজার টাকা বেতনসহ অন্যান্য সুবিধা দেওয়া হবে। প্রবেশনকাল শেষে প্রার্থীদের ফার্স্ট এক্সিকিউটিভ অফিসার পদে উন্নীত করা হবে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন যমুনা ব্যাংক লিমিটেডের ওয়েবসাইটের (www.jamunabankbd.com/career) মাধ্যমে। আবেদনপত্র সংগ্রহ করা হবে ১৫ জুন-২০১৬ তারিখ পর্যন্ত।






(ঢাকাটাইমস/২১মে/জেবি)