ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৪ মে, ২০১৬ ১০:৩১:০২

ঢাকা: বিমানসেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইউএস-বাংলা এয়ারলাইন্স মানবসম্পদ বিভাগে এক্সিকিউটিভ অথবা জুনিয়র এক্সিকিউটিভ পদে নিয়োগ দেবে। এই পদে অভিজ্ঞদের পাশাপাশি অনভিজ্ঞরাও আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২২ মে’র মধ্যে।
যোগ্যতা
স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা থেকে এমবিএ বা বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পাশাপাশি এয়ারলাইন্স বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে মানবসম্পদ-সংশ্লিষ্ট কাজে শূন্য থেকে দুই বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শুধু ২২ থেকে ২৮ বছর বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসব যোগ্যতার পাশাপাশি কর্মঠ, ব্যবস্থাপনায় দক্ষ, ইংরেজি যোগাযোগ এবং কম্পিউটারে পারদর্শী হতে হবে।
কর্মস্থল ও বেতন
পদটিতে নিয়োগ দেয়া হবে রাজধানী ঢাকায়। প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী নিয়োগপ্রাপ্তদের বেতন ও অন্যান্য সুবিধা নির্ধারণ করা হবে।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্ত, ছবিসহ আবেদনপত্র পাঠাতে পারবেন ‘এইচআরডি, ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাসা-৭৭, সোহরাওয়ার্দী এভিনিউ, বারিধারা কূটনৈতিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। এ ছাড়া আবেদনপত্র ই-মেইল করা যাবে
[email protected] ঠিকানায়। আবেদন করা যাবে ২২ মে-২০১৬ তারিখ পর্যন্ত।
(ঢাকাটাইমস/১৪মে/জেবি)