logo ২০ এপ্রিল ২০২৫
চেইন শপ স্বপ্নে তিন পদে চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
০৭ মে, ২০১৬ ১৭:৫৪:২৬
image



ঢাকা: চেইন শপ স্বপ্ন তিন পদে জনবল নিয়োগ দেবে। এসিআই লজিস্টিক লিমিটেডের প্রতিষ্ঠানটি সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।  






ক্যাটাগরি ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ






যেকোনো বিষয় থেকে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। এ ছাড়া আবেদনকারীদের এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পদটিতে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে ৪-জুন ২০১৬ তারিখ পর্যন্ত।






ক্যাটাগরি ডেভেলপমেন্ট ম্যানেজার






যেকোনো বিষয় থেকে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন পদটিতে। পাশাপাশি প্রার্থীদের ন্যুনতম পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিডিজবস ডটকমের মাধ্যমে ৪-জুন ২০১৬ তারিখ পর্যন্ত পদটিতে আবেদন করা যাবে।






আউটলেট অপারেশনস ম্যানেজার বা অ্যাসিস্ট্যান্ট আউটলেট অপারেশনস ম্যানেজার






যেকোনো বিষয় থেকে ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে ব্যবসায় শিক্ষা বা ব্যবস্থাপনা থেকে ডিগ্রিধারীরা নিয়োগে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে। আগ্রহী প্রার্থীরা জীবনবৃত্তান্তসহ পদটিতে আবেদন করতে পারবেন ২৭০ তেজগাঁও শিল্প এলাকা, নভো টাওয়ার, লেভেল-৮, ঢাকা-১২০৮, বাংলাদেশ ঠিকানায়। এ ছাড়া বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদনের শেষ তারিখ ৬ জুন-২০১৬।






(ঢাকাটাইমস/০৭মে/জেবি)