logo ২০ এপ্রিল ২০২৫
স্কয়ার গ্রুপে অনভিজ্ঞদের চাকরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
১৩ মে, ২০১৬ ১৬:২৬:২৬
image



ঢাকা: স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড মানবসম্পদ বিভাগে জুনিয়র এক্সিকিউটিভের বেশ কিছু শূন্য পদে নিয়োগ দেবে। এক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না। এই পদে আবেদন করা যাবে ১৯ মে পর্যন্ত।






যোগ্যতা






মানবসম্পদ ব্যবস্থাপনা থেকে বিবিএ পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পদে। আবেদনের জন্য কোনো কর্ম-অভিজ্ঞতার প্রয়োজন হবে না। প্রার্থীদের মাইক্রোসফট এক্সেলসহ কম্পিউটারে উচ্চ দক্ষতা থাকতে হবে। শুধু অনূর্ধ্ব-২৮ বছর বয়সের প্রার্থীরাই আবেদন করতে পারবেন পদটিতে।






আবেদন প্রক্রিয়া






আগ্রহী প্রার্থীরা পদটিতে কভার লেটার, জীবনবৃত্তান্ত এবং দুই কপি পাসপোর্ট আকৃতির ছবিসহ আবেদন করতে পারবেন ‘জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড, রূপায়ণ সেন্টার (ফ্লোর-১১), ৭২ মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২’ ঠিকানায়। আবেদন করা যাবে ১৯ মে-২০১৬ তারিখ পর্যন্ত।






(ঢাকাটাইমস/১৩মে/জেবি)